দীর্ঘ ২,৫০০ বছর পর পাণিনীয় রহস্যভেদ।
এই দুর্ভেদ্য রহস্য ভেদ করলেন মহর্ষি পাতঞ্জল ও কাত্যায়নদের উত্তরসূরী ভারতভূমির সন্তান ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্টুডেন্ট ঋষি আতুল রাজপপাত।
প্রায় আড়াই হাজার বছর আগের এক দুর্ভেদ্য রহস্য যার সমাধান করে উঠতে পারছিলো না কেউ-ই। প্রায় ২,৫০০ বছরের দীর্ঘ প্রতীক্ষার পর রহস্যাবৃত গুহার প্রথম কপাটটা খুললেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ঋষি অতুল রাজপপাত এবং উন্মোচন করলেন উচ্চতর গবেষণার দ্বার। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন ভাষাতত্ত্বের ক্ষেত্রে তো বটেই, ইন্দো-ইউরোপীয় ভাষার ক্ষেত্রেও যাঁকে ভাষাতত্ত্বের জনক বলে মনে করা হয়, তিনি হলেন মহর্ষি পাণিনি। মহর্ষি পাণিনির ভাষাতত্ত্বের অনেক রহস্যই এখনও অনুদ্ঘাটিত। পাণিনির যে সব তত্ত্ব নিয়ে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে বিশেষজ্ঞদের, তার মধ্যে ‘অষ্টাধ্যায়ী’ অন্যতম। আর সেটির রহস্য নিয়েই বেশ ঝামেলায় পড়তেন বড় বড় ভাষা বিশেষজ্ঞরা।
অষ্টাধ্যায়ীর একটি পর্যায়ে এসে পাণিনি বর্ণিত একাধিক ধাপের মধ্যে কোন ধাপটি তাঁরা গ্রহণ করবেন তার সমাধান করতে পারতেন না বিশেষজ্ঞরা। বিশেষ বিশেষ ক্ষেত্রে অর্থ উদ্ধারে একাধিক ধাপের কথা বলা আছে পাণিনির ব্যাকরণে। কিন্তু কোন পথে গেলে অর্থের সঠিক ধারা পাওয়া যাবে তা কিছুতেই বুঝে উঠতে পারতেন না তাঁরা। অর্থাৎ রহস্যাবৃত কোন গুহায় প্রবেশ করার পর Puzzle এত মতো একাধিক পথের নির্দেশনা দেওয়া আছে কিন্তু এই Puzzle এর সমাধান না করে সঠিক পথের দ্বার উন্মোচন হবে না।
সেই Puzzle এর সমাধানই করে ফেলেছেন ঋষি আতুল। ঋষি আতুল তাঁর নামের প্রতি সুবিচার করেই আমাদের হাজার বছরের প্রাচীন ঋষি পরম্পরার দেখানো পথকে আন-লক করার কাজটি করেছেন। তিনি দেখিয়ে দিতে পেরেছেন যে, মহর্ষি পাণিনি আমাদেরকে কোন পথে হাঁটতে বলেছেন! এখন পাণিনির ব্যাকরণের সূত্র ধরে শব্দ এবং বাক্য গঠনকে একটি নিয়মের আওতায় ফেলা যাবে।
ঋষি অতুলেরও বহু বছর আগে অষ্টাধ্যায়ী নিয়ে গবেষণা করে গেছেন মহর্ষি পতঞ্জলি, বামন ও কাত্যায়নের মতো বিখ্যাত প্রাচীন ভারতীয় ঋষিরা। তাঁরাও তাঁদের মতামত রেখেছেন দুটি নিয়মের মধ্যে দ্বন্দ হলে কী করতে হবে। এই বিষয়ে ঋষি অতুল বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেছেন,
"মহর্ষি পতঞ্জলি এবং কাত্যায়ন দুজনেই ব্যাকরণের বিভিন্ন জটিল বিষয় নিয়ে তাঁদের নিজস্ব ব্যাখা দিয়েছেন, আমি গবেষণা করতে এসে দেখলাম, তাঁদের যুক্তির সঙ্গে অনেক ক্ষেত্রে আমার ব্যাখার মিল রয়েছে।"
0 মন্তব্যসমূহ