Sanatan Philosophy and Scripture (SPS) এর যাত্রা শুরু গতবছর জুলাই মাসে। যাত্রার শুরুতেই আমাদের লক্ষ্য ছিল সনাতনী ঐক্য, কল্যাণ ও প্রচার।। গত এগারো মাসে আমরা আমাদের লক্ষ্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হই নি। সনাতনী সকল মত, পথ, দর্শন ও সংস্কৃতিকে মান্যতা দিয়ে পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে যাচ্ছে SPS পরিবার। ব্যক্তিস্বার্থের বাইরে গিয়ে SPS এর নিবেদিতপ্রাণ কর্মীরা নিস্কাম আত্মনিয়োগ করে আমাদের প্রতিটি প্রজেক্ট সফলতার সাথে শেষ করেছে, করতেছে এবং ভবিষ্যতেও করে যাবে। ঘরেবাইরে সনাতন বিরোধি বিভিন্ন অপপ্রচারের জবাব দিতেও SPS পরিবার পিছপা হয় নি।
কি কি করেছে SPS পরিবার?
SPS পরিবার মাত্র ৯ মাসে স্বল্প লোকবল ও সীমিত ফান্ড নিয়ে যথাসাধ্য চেষ্টা করেছে সনাতনীদের ঐক্য, কল্যাণ ও প্রচারে অবদান রাখতে।। সনাতনী কল্যাণে ক্ষুদ্র পরিসরে হলেও SPS এর কর্মীরা সর্বদা তৎপর থাকে। SPS এর কোন প্রচলিত ধারার কমিটি নেই, এখানে সকলেই সদস্য। প্রচলিত ধারার কোন কমিটি ছাড়াই SPS পরিবারের নিবেদিতপ্রাণ কর্মীরা দেশব্যাপী কাজ করে যচ্ছে।।
আমাদের প্রথম প্রজেক্ট হিসেবে গতবছর দুর্গা পুজায় সনাতনী কল্যাণে সনাতন দর্শন প্রাচারের লক্ষ্যে SPS থেকে প্রকাশ হয় "গীতা আদর্শ লিপি" যা সমগ্রঃ বাংলাদেশে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। ইতোমধ্যে আমরা দেশব্যাপী প্রায় ৩৫,০০০+ কপি গীতা আদর্শ লিপি নামেমাত্র মূল্য ও বিনামূল্যে বিতরণ করেছি যা সনাতন সমাজে ব্যাপক প্রশংসিত হয়েছে। গত এগারো মাসে প্রায় ১০,০০০-১২,০০০+ কপি গীতা আদর্শ লিপি আমরা বিভিন্ন সংগঠন, মন্দির, গীতা নিকেতন ও ব্যক্তিকে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করেছি এবং বাকিগুলো কেবলমাত্র মুদ্রণমূল্যে (৩৫-৪০টাকা) দেশব্যাপী বিতরণ করা হয়েছে।। জেনে রাখা ভালো গীতা আদর্শ লিপি প্রজেক্টে SPS পরিবার কোন অনুদান গ্রহণ করে নি। এই প্রজেক্টটি পরিচালনা করা হয় SPS এর পরিবারের কার্যকারী সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে। সম্পূর্ণ প্রজেক্ট থেকে SPS এর একটি টাকাও আয় হয় না বরং এই প্রজেক্টে প্রতি মুদ্রণ ও সংস্করণে আমাদেরকে অতিরিক্ত অর্থ ব্যবহার করতে হয়। বই মুদ্রণের ক্ষেত্রে আমরা দেশের সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করার চেষ্টা করি।
গীতা আদর্শ লিপি বইটির ইংরেজি অনুবাদের কাজ ইতোমধ্যে চলমান আছে এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরে আমরা বাংলা ও ইংরেজি ভাষায় গীতা আদর্শ লিপি বইটির লক্ষাধিক কপি দেশবিদেশের সনাতনী শিশুদের হাতে পৌছে দেওয়ার চেষ্টা করবো।। বইটিকে আমরা প্রতিনিয়ত আরও বেশি সময়োপযোগী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদের সংকলিত শতাধিক গুরুত্বপূর্ণ মন্ত্র নিয়ে বেদ-সন্দর্ভসহ একাধিক বই নিয়ে আমাদের কাজ চলছে যা চলতি বছরই প্রকাশিত হবে বলে আশা রাখি।
SPS এর নিজস্ব ব্লগ আছে যা খুবই সমৃদ্ধ। ব্লগে আমরা সনাতন শাস্ত্র ও দর্শন নিয়ে বিভিন্ন অপপ্রচারের জবাব দেওয়ার পাশাপাশি সনাতন সংস্কৃতির বহু অজানা অধ্যায় তুলে ধরার চেষ্টা করি। যুক্তিখণ্ডন, শাস্ত্রদর্শন, মন্দির, বিজ্ঞান, ইতিহাসসহ আরও অনেক বিষয়ে গঠনমূলক বিশ্লেষণ উপলব্ধ আছে SPS পরিচালিত ব্লগে।
SPS- এর বিভিন্ন কার্যক্রমঃ
১/ গতবছর দুর্গা পুজা উপলক্ষে আমরা কয়েকশো সনাতনী শিশুর মধ্যে বস্ত্র হিসেবে SPS এর বিশেষ টি-শার্ট বিতরণ করেছি।
২/ শীতবস্ত্র বিতরণে দেশের ইতিহাসে প্রথম বারের মত "SPS এর ভালোবাসা উপহার" স্লোগানে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে গিয়ে SPS এর বিশেষ বুননে উন্নতমানের চাদর পৌছে দেওয়া হয়েছে। দেশব্যাপী প্রায় ৪০০+ পিস চাদর সুবিধাবঞ্চিত সনাতনীদের ঘরে গিয়ে পৌছে দিয়েছি আমরা।। চাদরের কোয়ালিটি আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি।
৩/ চট্টগ্রামের বাশখালিতে আগুনে পুড়ে যাওয়া প্রায় ২২ টি হিন্দু পরিবারের পাশে ভালোবাসা উপহার আমরা পৌছে দিয়েছিলাম।। আমাদের কর্মীরা নিজেরা গিয়ে পৌছে দিয়েছিল।
৬/ সীতাকুণ্ডের এক সনাতনী বোনের বিয়ের উপহারসামগ্রী হিসেবে বিয়ের শাড়ী, বরের ধুতি পাঞ্জাবী থেকে শুরু করে যাবতীয় কসমেটিকস (ইনক্লুডিং বিয়ের লাগেজ) আমাদের প্রতিনিধির মাধ্যমে পৌছে দেওয়া হয়েছে। এছাড়াও আরও একাধিক সনাতনী বোনের বিয়েতে আমরা পাশে দাড়িয়েছি।।
৭/ SPS কর্তৃক পরিচালিত "SPS স্বাস্থ্য বাতায়ন" এর মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা প্রায় শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে এবং ক্ষেত্রবিশেষে চিকিৎসা ব্যয়ও বহন করেছে SPS পরিবার।।
৮/ SPS Job Window এর মাধ্যমে আমরা চাকরী প্রাপ্তির সুযোগ সৃষ্টিতেও চেষ্টা চালাচ্ছি এবং ইতোমধ্যে একাধিক চাকুরিপ্রার্থী তাদের কাঙ্খিত চাকুরীও পেয়েছে।।
৯/ সনাতন দর্শনের প্রচারের স্বার্থে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এবং সম্মাননা স্মারক সরবরাহের মাধ্যমে সনাতন দর্শনকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে SPS পরিবার।।
১০/ এই বছর প্রায় পাঁচটি মন্ডপে SPS এর তত্ত্বাবধানে সম্পূর্ণ সাত্ত্বিক আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। আমাদের মন্ডপ গুলোতে ডিজে গানের পরিবর্তে সনাতনী সংস্কৃতির বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
১১/ রাঙামাটিতে একটি কলেজের বন্ধ হতে বসা সরস্বতী পুজা SPS এর সহায়তায় অনুষ্ঠিত করার বন্দোবস্ত করা হয়েছে।
১২/ অসহায় সনাতনীদের চিকিৎসা, পড়াশোনার খরচসহ বিবিধ কাজে SPS কল্যাণ ট্রাস্ট তাদের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করেছে ও করে যাচ্ছে।
১৩/ SPS কল্যাণ ট্রাস্টের সরাসরি তত্ত্বাবধানে ও অর্থায়নে লালমনিরহাটের মধুপুরে একটি মহাশ্মশান ও শ্মশান কালীমন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মন্দির নির্মাণের পাশাপাশি আমরা প্রায় ২৫ বছর ধরে বন্ধ থাকা মায়ের ও মহাকালের পুজো পুনরায় চালু করেছি আমরা।।
১৪/ SPS কল্যাণ ট্রাস্টের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাহাড়ি দুর্গম স্থানে একটি শিবমন্দির ও একটি মন্দির কমপ্লেক্স নির্মাণ প্রক্রিয়া চলমান আছে। মন্দিরের নকশা প্রকাশ করা হয়েছে এবং অনুদান সংগ্রহও চলমান আছে।
১৫/ সনাতনী শাস্ত্রচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহী করতে বেদ, গীতা, উপনিষদে, পুরাণাদি শাস্ত্রসহ বিভিন্ন মনীষিদের রচিত গ্রন্থসহ প্রায় দুই শতাধিক গ্রন্থের পিডিএফ ফাইল SPS এর অফিশিয়াল গুগল ড্রাইভে সংরক্ষিত আছে এবং সম্প্রতি SPS এর কার্যকারী সদস্যদের শাস্ত্রচর্চার জন্য SPS Library এর যাত্রা শুরু হয়েছে।।
১৬/ সুনামগঞ্জে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত সনাতনী পরিবারসমূহের পাশেও সর্বাত্মক সহায়তা নিয়ে SPS কল্যাণ ট্রাস্ট সোচ্চার হয়েছে। সেই প্রজেক্টে আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের পাশে দাড়িয়ে নগদ অর্থ, ত্রাণসামগ্রী, দেবদেবীর ছবি, ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারে অর্থ ও শিশুদের মধ্যে বিনামূল্যে গীতা আদর্শ লিপি বিতরণ করেছে।।
১৭/ যেসব মন্দির কিংবা আশ্রমে জনসমাগম বেশি হয় সেখানে সরাসরি গিয়ে সনাতন আদর্শ ও সংস্কৃতি প্রচারে SPS এর কর্মীরা সদা সোচ্চার থাকে।।
১৮/ নতুন প্রজেক্ট হিসেবে SPS Charity Shop এর কাজ চলমান আছে। এটি একটি কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু এই প্রজেক্ট থেকে প্রাপ্ত লভ্যাংশ সরাসরি চলে যাবে SPS কল্যাণ ট্রাস্টে যা পরবর্তীতে সনাতনী কল্যাণে ব্যয় হবে।।
তার ধর্মান্তকরন রোধে এগিয়ে গিয়েছিল SPS পরিবার।
এরকম নানাবিধ কল্যাণমূলক কাজে SPS পরিবার সক্রিয় অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে।।
SPS এর সবচেয়ে বিশেষ যে দিক সেটা হলো SPS এর কমিটিতে কোন পদ-পদবীর প্রতিযোগিতা নেই। এখানে সকলেই সনাতনী কর্মী, যে সরাসরি কর্মে নিয়োজিত থাকে তাদেরকে কার্যকরী সদস্য হিসেবে সম্মানিত করা হয়ে থাকে এবং অন্যান্য সক্রিয় সদস্যদের সহযোগী সদস্য হিসেবে বিবেচনা করা হয়। পাশাপাশি আমাদের পেছনে পরামর্শক হিসেবে আছেন দেশেবিদেশে অবস্থানকারী বেশ কয়েকজন প্রতিষ্ঠিত ও উচ্চশিক্ষিত পরামর্শক মন্ডলী। আমরা বিশ্বাস করি যে SPS সকল সনাতনীর হউক এবং সকল সনাতনী SPS এর হউক।।
এসপিএস গ্রুপের জন্য প্রতিটি জেলায় প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। প্রতিটি জেলার আগ্রহী প্রার্থীকে তাদের পরিচিতি, ঠিকানা, মুঠোফোন নম্বর, ফেসবুক আইডি, ইমেইল ঠিকানা সহ যোগাযোগ করতে বলা হবে।
আমরা বিশ্বাস করি ভবিষ্যতে SPS এমন এক প্লাটফর্ম হবে যেখানে সকল ধরনের পেশাজীবিরা যুক্ত করতে হবে। SPS সেসকল বারুদের সন্ধান করবে যারা সনাতনী কল্যাণে অবদান রাখতে চায় কিন্তু উপযুক্ত দিয়াশলাইয়ের অভাব অনুভব করে। এসপিএস না-হয় সেই দিয়াশলাইয়ের ভূমিকা পালন করবে। শুভত্বের বারুদ স্তুপ করে এসপিএস সেখানে বিস্ফোরণ ঘটাবে। সেই বিস্ফোরণের মঙ্গলরশ্মিতে সনাতনীদের অমঙ্গল তিমির দূরীভূত হবে।
সকলকে আমাদের এই শুভ আন্দোলনে যুক্ত হওয়ার আহবান জানাচ্ছি সকল সচেতন সনাতনীদেরকে।
জয় সনাতন
জয়তু SPS
সনাতনী ঐক্য, কল্যাণে ও প্রচারে অবিচল।
0 মন্তব্যসমূহ