প্রশ্নোত্তর 
★ প্রাণের জন্ম কোথা থেকে? প্রাণ এই শরীরে কিভাবে আগমন করে? আত্মা নিজেকে স্বতন্ত্র রেখে কিভাবে এই শরীরে অবস্থান করে? এই প্রাণ কিভাবে এই শরীর হতে বের হয়ে যায়? প্রাণ কিভাবে বাহ্য (আধিভৌত ও আধিদৈব) বিষয়কে ধারণ করে? প্রাণ কিভাবে আধ্যাত্ম (দেহেন্দ্রিয়াদি) বিষয়কে ধারণ করে?
(বিঃদ্রঃ প্রাণতত্ত্বে আগ্রহীরা পোস্টের প্রতিটা লাইন পড়তে পারেন)

এই প্রশ্নগুলোর উত্তরে বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে৷ তবে আমি এই প্রশ্নগুলোর উত্তর বিশ্লেষণ করব প্রশ্ন উপনিষদের "তৃতীয় প্রশ্ন" অংশ থেকে।



"দ্বাবিমৌ বাতৌ বাত অসিন্ধোরা পরাবতঃ।
দক্ষং তে অন্য আবাতু ব্যহন্যো বাতু যদ রপঃ।।"
- অথর্ববেদ (৪/১৩/১)
অনুবাদঃ প্রাণ বায়ু ও আপান বায়ু দুই-ই প্রবাহিত হইতাছে৷ আপান বায়ু সমুদ্র সদৃশ গভীর ফুসফুস হইতে আসিতেছে এবং প্রাণবায়ু দূর বায়ুমন্ডল হইতে আসিতেছে। প্রাণবায়ু তোমার জন্য বল সঞ্চয় করিতেছে এবং অপান বায়ু শরীরের রোগ পাপকে শরীর হইতে বাহির করিতেছে।
অর্থাৎ, প্রাণবায়ু ( অক্সিজেন) ও আপান বায়ু (কার্বনডাই-অক্সাইড) এর গ্রহণ ও পরিত্যাগ হচ্ছে শারীরবৃত্তীয় শ্বসন। অন্যদিকে বল সঞ্চয় ও শরীরের রোগ পাপ শরীর হইতে বের করা হচ্ছে কোষীয় শ্বসন।






0 মন্তব্যসমূহ