👉 শ্রীকৃষ্ণ ও শ্রীমদভগবদগীতা নিয়ে কদাচারীর প্রত্যুত্তরঃ


গতকাল (৩০ ‍শে আগস্ট, ২০২১) গেলো পরমেশ্বর শ্রীকৃষ্ণের ৫২৪৮তম আবির্ভাব তিথি। লোকশিক্ষা ও লোক কল্যাণ হেতু তিনি তাঁর অন্তরাঙ্গা শক্তিতে আশ্রয় করে মনুষ্যরূপ দিব্যদেহ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। গতকাল জন্মাষ্টমী উপলক্ষে বিশ্বব্যাপী শতকোটি সনাতনী তাদের গৃহে, মঠ, মন্দির ও আঙ্গিনায় পরম ভক্তি, শ্রদ্ধা, সমর্পন, সংযম, আনন্দ, উৎসব, শুদ্ধাচার, সাংস্কৃতিক চর্চা, শিল্পচর্চা, জ্ঞানচর্চা, কর্মযোগ, উপবাস যে যেভাবে পেরেছে পরমেশ্বরের এই আবির্ভাব তিথিকে উদযাপন করেছেন। মহামারীর এই দুর্যোগেও এবার যেন আরও দ্বিগুণ উৎসাহে দিনটি পালন করেছেন অর্থাৎ সনতনের সাথে সনাতনীদের সংযোগ আরও দৃঢ় হচ্ছে সেটার-ই স্পষ্ট ইংগিত পাওয়া যাচ্ছে।

তবে ব্যতিক্রমও আছে। ফেসবুকে ঘুরে বেড়ানো কিছু ভ্রষ্টদলের ভ্রষ্টাচারী নরাধিমারাও এবার একটু বেশিই এক্টিভ ছিলো। এরা বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে উপবাস ও জন্মাষ্টমীর আচারকে অশাস্ত্রীয় বলে ফত**য়াও দিচ্ছিলো এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণ, শ্রীমদভগবদগীতা, শ্রীমদভগবদগীতার বিভিন্ন শ্লোক ও শব্দের অপব্যাখ্যা দিয়ে কদাচারীতে ব্যস্ত ছিলো। এদের জীবনে যেহেতু কোন সংযম, শ্রদ্ধা, ভক্তি, শুদ্ধাচার নেই তাই লেজকাটা শেয়ালের মতো এরা অন্যদের ভক্তি, শ্রদ্ধা, নিবেদন ও আচারসমূহকে (অবশ্যই শুদ্ধাচার) শাস্ত্রের নানান অপব্যাখ্যা দিয়ে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস দিনভর চালিয়ে গিয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। নারীদের নামে বিভিন্ন ফেইক আইডিতেও ভ্রষ্টাচারীরা যথেষ্ট এক্টিভ ছিলো দিনভর।

এরা উপবাস নিয়ে প্রশ্ন তুলেছে। অথচ উপবাসের মাধ্যমে যে সংযম সেটা পরমেশ্বরের প্রতি দিনভর সংযোগ থাকতে যথেষ্ট সহায়ক এবং সেই স্বাক্ষী আমি নিজে দিবো কারণ আমি নিজে এর প্রত্যক্ষ উপলব্ধি করেছি গতকাল দিনভর। এরা নিজেরা অসংযমি, অশুদ্ধাচারী বলে সবাইকে নিজেদের মতো করে চিন্তা করা অযৌক্তিক। উপবাস নিয়ে নোংরা মন্তব্য করা একাধিক নরাধিমাকে গতকাল যব** হোটেল থেকে মাংসাহার করার তথ্যও পেয়েছি।।

এরা ভক্তিকে উপেক্ষা করে শ্রীকৃষ্ণের ব্যক্তিত্বকে ধারণ করার কথাও প্রচার করে ভিন্ন উদ্দেশ্যে। তবে মজার বিষয় এদের জীবনাচার পর্যবেক্ষণ করলে কিন্তু এদের জীবনে শ্রীকৃষ্ণের ব্যক্তিত্বের ছিটেফোঁটাও পরিলক্ষিত হয় না।

যাইহোক তারা তাদের কদাচারী অপব্যাখ্যা চরিতার্থ করতে বিভিন্ন শাস্ত্রের অপব্যাখ্যা করেছে এবং সেসকল শাস্ত্রের আধারেই তাদের সকল কদাচারীর প্রত্যুত্তর দেওয়া হলো।।

পরমেশ্বর শ্রীকৃষ্ণ সকলের কল্যাণ করুক। 🙏

⭕ প্রত্যুত্তরঃ

➡️ শ্রীকৃষ্ণ পরমেশ্বর নাকি যোগেশ্বর
https://sanatanphilosophyandscripture.blogspot.com/...

➡️ অনুগীতা প্রসঙ্গে শ্রীকৃষ্ণের ঈশ্বরত্ব খর্ব হয় না
https://sanatanphilosophyandscripture.blogspot.com/...

➡️ পরমেশ্বর শ্রীকৃষ্ণ অনুকরণীয় আদর্শ
https://sanatanphilosophyandscripture.blogspot.com/2021/08/blog-post_30.html?m=1

➡️ গীতা কি ভীষ্মপর্বে প্রক্ষিপ্ত হয়েছে
https://sanatanphilosophyandscripture.blogspot.com/2020/12/blog-post_3.html?m=1

➡️ তথাকথিত প্রাচীন গীতার সমীক্ষা
https://sanatanphilosophyandscripture.blogspot.com/...

➡️ শ্রীকৃষ্ণ কি আসলেই ঈশ্বরের অবতার?
https://sanatanphilosophyandscripture.blogspot.com/2020/09/blog-post_41.html?m=1

➡️ নক্ষত্র গনের মধ্যে চন্দ্র কিভাবে
https://sanatanphilosophyandscripture.blogspot.com/...

➡️ শ্রীমদভগবতগীতার শ্লোক ১৮/৬১-৬২ নিয়ে অপপ্রচারের জবাব
https://sanatanphilosophyandscripture.blogspot.com/...

➡️ পুরুষ সুক্ত নিয়ে অপপ্রচারের পুনঃ জবাব
https://sanatanphilosophyandscripture.blogspot.com/...

➡️ শ্রীমদভাগবতগীতার শ্লোক (৯/১১) নিয়ে কদাচারের জবাব
https://sanatanphilosophyandscripture.blogspot.com/2021/01/blog-post_14.html?m=1



 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ