আমিঃ ভ্রাতা, এটা যার যার নিজস্ব ভাব। আমি তাদের প্রত্যেকের ভাবকেও সম্মান করি।৷ ঈশ্বরের পরম সত্ত্বাকে অনুধাবন করতে পারলে আর কোনকিছুরই প্রয়োজন হয় না, তখন সর্বদাই (প্রতিটি মুহূর্তে) তাদের অন্তরে ঈশ্বর অনুভূত হয়, তখন তারা আর জাগতিক মোহে আবদ্ধ থাকে না, তখন সম্পুর্ন জাগতিক ভাবনা হতে তারা আলাদা স্তরে অবস্থান করে, তখন তারা সকল জাগতিক কামনাবাসনা হতে মুক্ত। কিন্তু জাগতিক ভাবনায় নিমজ্জিত আমার মত মানবের মনে ঈশ্বর ভাব প্রতিষ্ঠা করতে এবং মনকে একাগ্র করতে অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। এজন্যই আমাদের বিগ্রহের প্রয়োজন হয়।।
0 মন্তব্যসমূহ